বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতীবান্ধা উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ১৪ অক্টোবর সকালে উপজেলার পুরাতন মুক্তিযোদ্ধা অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, সদস্য আবু বক্কর সিদ্দিক, সদস্য রশিদুল ইসলাম পিন্টু, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক খাজের আলী, সদর উপজেলা কমান্ডের সদস্য সচিব আব্দুর রশিদ এবং কালীগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক আনসার আলী।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শওকত আহমেদ এবং লালমনিরহাট বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মনওয়ারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যদি মুক্তিযোদ্ধারা আজও সংগঠিত থাকতেন, তাহলে স্বাধীনতার ৫৪ বছর পরও কেউ স্বৈরাচারী আচরণ করার সাহস পেত না। আমাদের অনেককে নানা সময়ে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হওয়ার।
এই সময় হাতীবান্ধা উপজেলার দেড়শতাধীক বীরমুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।