বাংলাদেশ জামায়াতে ইসলামীদল জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির বিষয়ে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। ‘আর এসব পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি মেনে নিয়ে আগামী নভেম্বরে গণভোট দিতে হবে। ’
আজ মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন চত্বরে জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্যে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দলীয় স্বার্থের রাজনীতি বিশ্বাস করি না, ব্যক্তিস্বার্থের রাজনীতি করি না। নমিনেশন বাণিজ্য, দখলদারিত্ব করি না। আমরা দেশের গুণগত পরিবর্তন করতে চাই, ব্যক্তির পরিবর্তন নয়।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা ভেবেছিলাম ২৪-এর আন্দোলন এ দেশের রাজপথের শেষ আন্দোলন। একটি অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলনের চেতনাকে কোনো কোনো দল ছুড়ে ফেলে দলীয় স্বার্থ হাসিলের জন্য পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি তা হচ্ছে না তাদের পক্ষ থেকে। একদলীয় নির্বাচনের জন্য মহাষড়যন্ত্র করা হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি শামসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম।