দেশের বাজারে আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, খোলা সয়াবিনে ৩ টাকা এবং পাম তেলে সর্বোচ্চ ১৩ টাকা পর্যন্ত বাড়িয়েছে ব্যবসায়ীরা।
সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরএমএ)।
নতুন মূল্য অনুযায়ী,
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের উচ্চমূল্যের প্রভাবের কারণে দেশীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে, গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীরা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। তখন ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও মন্ত্রণালয় অনুমতি দেয় মাত্র এক টাকা বৃদ্ধির। এতে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেননি।
অবশেষে নতুন আলোচনার পর সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত নতুন দাম ১৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে সারাদেশে কার্যকর হবে।