মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের দাবি


প্রকাশ :

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রংপুরের শৈলী শিক্ষা কেন্দ্র মিলনায়তনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার সামগ্রিক প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পানিসম্পদ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর রুটিন কাজ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবে না।

“তাই আমাদের দাবি—প্রকল্পের জন্য বরাদ্দকৃত রাষ্ট্রীয় কোষাগারের ২ হাজার ৪০০ কোটি টাকা দিয়েই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই প্রকল্পের কাজের উদ্বোধন করা হোক। পরবর্তীতে যে সরকারই আসুক, তারা এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।”

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে জোরালো অঙ্গীকার করেছেন। সংগঠনগতভাবে “তিস্তা নদী রক্ষা আন্দোলন” ইতোমধ্যেই তিস্তা তীরবর্তী পাঁচ জেলা ও ১২ উপজেলায় এ দাবিতে ব্যাপক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

দিনব্যাপী অনুষ্ঠিত সংগঠনের বর্ধিত সভায় তিস্তা নদী পাড়ের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় সংগঠনের খসড়া ঘোষণা ও গণতন্ত্রের ওপর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, “সংগঠন ও আন্দোলন একসাথে এগিয়ে নিতে হবে। নদী পাড়ের ওয়ার্ড কমিটিগুলোর ভিত্তিতে ওপরের স্তরের কমিটি গঠন করতে হবে। পাশাপাশি নদীতীরবর্তী জনপদে তিস্তার ছয় দফা আন্দোলন আরও বেগবান করতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, আব্দুর নূর দুলাল, অধ্যক্ষ ড. এএসএম মনোয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাজু সরকার, মইনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোশাররফ হোসেন, রেজা মাস্টার, মোশাররফ মুনশি প্রমুখ।