মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আগের নির্বাচনের দায়িত্বে থাকা কেউ এবার থাকছেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ :

বিগত তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) যারা দায়িত্ব পালন করেছেন, আসন্ন নির্বাচনে তাদের কেউই কোনো দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “আগের অভিজ্ঞতাগুলো বিবেচনা করে আমরা চাই এবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হোন সম্পূর্ণ নিরপেক্ষ ও নতুন মুখ।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের বিচার সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় হবে বলেও জানান তিনি। ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে বলেন, “আমি দেশে থাকি, আমার সন্তানরাও এখানে থাকে—আমার সেফ এক্সিটের দরকার নেই।”

নির্বাচন সুষ্ঠু করতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে—যাতে তারা কোনো পক্ষপাতমূলক বা আইনবহির্ভূত কাজ না করেন।

তিনি বলেন, “যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ওর্ন ক্যামেরাও সরবরাহ করা হবে।

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২৮টি ব্যাচে তিন দিন মেয়াদি এ প্রশিক্ষণ চলছে দেশের ১৩০টি ভেন্যুতে। জানুয়ারি মাসের মধ্যেই সব ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, আনসার-ভিডিপির পাঁচ লাখ ৮৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে—এর মধ্যে এক লাখ ৩৫ হাজার অস্ত্রসহ এবং সাড়ে চার লাখ নিরস্ত্র সদস্য। জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে।

বিজিবির এক হাজার ১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য নির্বাচনে নিয়োজিত থাকবে বলে জানান উপদেষ্টা। এর ৬০ শতাংশ সদস্য ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পাশাপাশি প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।

পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল আগের তুলনায় অনেক কমেছে। দুর্গাপূজা ঘিরে কিছু গোষ্ঠী অস্থিরতা তৈরির চেষ্টা করলেও, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের চক্রান্ত সফল হয়নি।”