বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম অবশেষে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। তাঁকে ইসরায়েল থেকে বিশেষ বিমানে আঙ্কারায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে আন্তরিক ধন্যবাদ জানান।
ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী, শহিদুল আলমকে বহনকারী বিমান ইতোমধ্যে ইস্তাম্বুলে অবতরণ করেছে। এর আগে উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, তুরস্কের সহযোগিতায় শহিদুল আলমের মুক্তির চেষ্টা চলছে এবং দ্রুত তাঁকে আঙ্কারায় নেওয়া হতে পারে।
শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেয়। দূতাবাসগুলো সার্বক্ষণিক তৎপর ছিল তাঁর মুক্তি নিশ্চিত করতে।
উল্লেখ্য, গাজামুখী ফ্লোটিলার কনশেনস জাহাজ থেকে শহিদুল আলমকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। তিনি নিজেই এক ভিডিও বার্তায় গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিলেন।