আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
২০২৬ সালের হজ পালনের খরচ গতবারের তুলনায় কিছুটা কমেছে। সর্বনিম্ন তৃতীয় প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্রথম প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
আবাসন সুবিধার ভিন্নতায় প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজে মক্কার মসজিদুল হারাম থেকে মাত্র ৭০০ মিটারের মধ্যে আবাসন থাকছে। দ্বিতীয় প্যাকেজের হোটেল হবে দেড় কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজের হোটেল নির্ধারণ করা হয়েছে আজিজিয়া এলাকায়।
হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে বিমান ভাড়ায় ১২ হাজার ৯৯০ টাকা কমছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। তবে ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে সাথে ৫০ বছরের নিচে একজনকে নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুলাই শুরু হবে হজ নিবন্ধন, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।