লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু অভিযোগ করেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বাধা সৃষ্টি করছে কয়েকটি রাজনৈতিক দল। তিনি বলেন, “তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু বাংলার সাধারণ মানুষ এ পদ্ধতি বোঝে না। কালীগঞ্জ ও আদিতমারীতে আপনারা ভোট দেবেন, আর এমপি হবেন গাজীপুরের কেউ। এতে এমপিদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না।”
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার শামসুদ্দিন কমর উদ্দিন কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, “যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। ফলে বড় আকারে খেলাধুলার আয়োজন বন্ধ হয়ে যায়। সুষ্ঠু বিনোদনের সুযোগ না থাকায় বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। অথচ সুষ্ঠু বিনোদন মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানুষের মন ভালো থাকলে পরিবার ও রাষ্ট্রও ভালো থাকে। কিন্তু গত ১৭ বছরে তা হয়নি।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
ফাইনালে ভোটমারি ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।