বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ ও অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে (https://mis.molwa.gov.bd/freedom-fighter-list) মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে।
এই তালিকাগুলো জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ের নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা থাকলেও বেশ কিছু এলাকায় তা এখনো টানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলও এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের এমআইএস (MIS) নাম্বার সংযুক্ত তালিকা জরুরি ভিত্তিতে প্রকাশ না করলে অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ বঞ্চিত হবেন। তিনি সকল উপজেলা কমান্ডকে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এ দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেন।
অন্যদিকে মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অমুক্তিযোদ্ধা সনাক্তকরণ সংক্রান্ত অভিযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ফরমে জমা দিতে হবে। জেলা প্রশাসকের মাধ্যমে এসব অভিযোগ দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।
সরকারি সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তালিকা প্রকাশ এবং অভিযোগ গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।