মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আহবায়কের নিকট হস্তান্তরে সকল জেলা প্রশাসককে মন্ত্রণালয়ের পরিপত্র


প্রকাশ :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ৪সেপ্টেম্বর ২৫ এক পরিপত্রের  মাধ্যমে সকল জেলা প্রশাসককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নির্মিত মহানগর/ জেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স ভবন  হস্তান্তরের জন্য বলা হয়েছে। 

মন্ত্রণালয়ের আওতাধীন নির্মিত মহানগর /জেলা কমপ্লেক্স ভবন পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ১৮ই জানুয়ারী ২০২১ তারিখে লিখিত পরিপত্র আংশিক সংশোধন ক্রমে নতুন পরিপত্র জারি করা হয়। 

উক্ত পরিপত্রে মহানগর / জেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার বিষয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক -জেলা প্রশাসক, যুগ্ম আহ্বায়ক মহানগর / জেলা আহ্বায়ক জেলা ইউনিট কমান্ড, সদস্য   নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ,  সদস্য সচিব,  উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর ।

কমিটির দায়িত্ব ও  কর্ম পরিধি:(ক) উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠিত কমিটি( আহবায়ক  মহানগর /জেলা ইউনিট কমান্ড এর কাছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক অর্পিত দায়িত্ব জেলা প্রশাসকগণ হস্তান্তর করবেন।

অনুরূপ এক পরিপত্রের মাধ্যমে উপজেলা  নির্বাহী অফিসারগণকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন  মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক এর নিকট হস্তান্তর করার জন্য বলা হয়েছে।