মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে তুলে নিয়ে মারধর


প্রকাশ :

সংবাদ প্রকাশের জেরে রংপুরের এক জ্যেষ্ঠ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লিয়াকত আলী বাদল নামের ওই সাংবাদিককে নগরীর কাচারী বাজার থেকে তুলে নিয়ে মারধরের এ ঘটনা ঘটে। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। 

গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় ‘‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’’ শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয়। লিয়াকত আলী বাদলের অভিযোগ, রকি নামের এক ব্যক্তি ও তার লোকজন তাকে (লিয়াকত) তুলে নিয়ে মারধর করেছেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে।

সাংবাদিককে মারধরের প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে রসিকের কর্মচারীরা তাদের ওপর হামলা চালান এবং সিটি করর্পোরেশন থেকে বের করে দেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হন।রোববার বেলা ১টার দিকে রংপুর সিটি করর্পোরেশনে এ ঘটনা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম জানতে পেরেছি।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি করর্পোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, কে বা কারা তাকে (লিয়াকত) লাঞ্ছিত করেছে তা আমার জানা নেই। তারা (সাংবাদিকরা) দুপুরে সিটি করপোরেশনের ভিতরে এসে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে আমি গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে আমার ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি করেন। আমার পরনে থাকা শার্ট ছিড়ে গেছে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে উল্টো আমি নিজেই লাঞ্ছিত হয়েছি।  

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।