মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

কালীগঞ্জে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ


প্রকাশ :

আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে দলীয় কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যে জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ হয়।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আতা ই রাব্বী হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল মান্নান, সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা রুহুল আমীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে যুবকদের অগ্রণী ভূমিকার ফলে বাংলাদেশের নাগরিকরা যে স্বাধীনতা অর্জন করেছে, আগামী নির্বাচনে যদি কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তবে যুবকরাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।

প্রধান আলোচক বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে যুবকদের নৈতিকতা অর্জন অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি যুবককে নৈতিকতা অর্জনের চেষ্টা করতে হবে।