লালমনিরহাটের হাতীবান্ধায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অবিনাশ চন্দ্র রায় রবি (২৮) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সিংগীমারী বিওপির আওতাধীন বাড়াইপাড়া এলাকার কানিপাড়া সীমান্তের ৮৯৫ মেইন পিলারের সাব-পিলার ১৩এস-এর শূন্যরেখা থেকে তাকে আটক করে বিএসএফ।
অবিনাশ চন্দ্র রায় রবি ওই এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবিনাশ দীর্ঘদিন ধরে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করছিলেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। বুধবার দুপুরে গরুর খাদ্যের জন্য সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে অবিনাশের পরিবার বিষয়টি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আসে এবং বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চালায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে যুবককে ফেরত আনার চেষ্টা চলছে।