মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে শারদীয় দূর্গা পূজাকে উৎসব মুখর করতে বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা


প্রকাশ :

রংপুরে শারদীয় দূর্গা পূজাকে উৎসব মুখর করতে বিএনপি’র মতবিনিময় সভা হয়েছে। কাউনিয়া-পীরগাছা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হারাগাছে মতবিনিময় সভায় প্রধানঅতিথি ছিলেন, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পীরগাছা উপজেলা বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, পীরগাছা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য ফ্রন্ট পীরগাছার আহ্বায়ক নীর্মল চন্দ্র বর্মণ, সহ-সভাপতি সুধীর চন্দ্র বর্মন, কাউনিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফিসহ অন্যরা। এ সময় কাউনিয়া-পীরগাছা উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভার প্রধান অতিথি এমদাদুল হক ভরসা বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতির এক অপূর্ব উৎসব। এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের এক মিলন মেলা। বিএনপিসহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শারদীয় দূর্গা উৎসব যেন আনন্দ মুখর হয় সে লক্ষ্যে আমি সাধ্যমত সহযোগিতা করে যাব। সেই সাথে পূজায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনানা ঘটে সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাজ করবে। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করছি। এ সময় এমদাদুল হক ভরসা হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পূজার শুভেচ্ছা উপহার বিতরণ করেন।