মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে জাতির নবজাগরণের মহোৎসব- ড. ইউনূস


প্রকাশ :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটের আয়োজন নয়, বরং হবে জাতির জন্য এক মহোৎসব। তাঁর ভাষায়, “এই নির্বাচনের মধ্য দিয়েই আমাদের প্রকৃত নবজন্ম ঘটবে। এতদিনের ত্যাগ-তিতিক্ষা তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।”

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি কাঠামো ও বাস্তবায়নের পথনকশা।

এর আগে গত ১১ সেপ্টেম্বরও একই বিষয়ে কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কমিশনের অভিমত, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়; এটি গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতার দীর্ঘমেয়াদি রোডম্যাপ। কিন্তু এ লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন সর্বস্তরের রাজনৈতিক ঐকমত্য এবং জাতীয় দায়িত্ববোধ।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “এই নির্বাচন হবে মিলনের নির্বাচন, বিভাজন নয়। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সবাইকে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে হবে।”