মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সেন্টমার্টিন উপকূলে ৩০ জেলে ও ৫ ট্রলার নিয়ে গেল আরাকান আর্মি


প্রকাশ :

কক্সবাজারের টেকনাফ উপকূলের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সমুদ্র থেকে অন্তত ৩০ জন জেলে ও পাঁচটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তার ভাষ্যমতে, ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীরদ্বীপের জেলেদের মালিকানাধীন।

সেখানে উপস্থিত জেলেদের বরাতে জানা যায়, সাগরে তখন অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে কয়েকটি ট্রলারকে থামিয়ে দেয়। পরে পাঁচটি ট্রলারসহ প্রায় ৩০ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায় তারা।

ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান সাজেদ আহমেদ। তবে ঠিক কতজন জেলে আটক হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, ঘটনাটি বিভিন্ন সূত্রে শোনা গেছে। বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য অনুসন্ধান চলছে।