মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ডেঙ্গুতে আবারও প্রাণহানি, একদিনে হাসপাতালে ভর্তি ৬২৫ জন


প্রকাশ :

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

এ সময়ে ৬০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৩৬ হাজার ৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।

চিকিৎসকরা বলছেন, ঢাকাসহ বড় শহরগুলোতে রোগীর চাপ বেশি হলেও গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষ করে বর্ষার পর মশার প্রজনন বাড়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।