মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুর-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশ :

জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংসদীয় আসন রক্ষা কমিটি রংপুর-৩ এর আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুম, সদস্য সচিব আলমগীর কবির শাহীন, রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, আকাশ হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত থাকলেও স্বার্থান্বেষী মহলের প্রভাবে নির্বাচন কমিশন সম্প্রতি গেজেট জারি করে এ ওয়ার্ডকে রংপুর-১ আসনে যুক্ত করেছে। অথচ সদর উপজেলা মাত্র কয়েক কিলোমিটার দূরে হলেও রংপুর-১ আসনের গঙ্গাচড়া উপজেলা কমপক্ষে ২০ কিলোমিটার দূরে। এতে জনগণের জন্য জনপ্রতিনিধিকে পাওয়া কঠিন হবে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

তারা আরও বলেন, আসন পুনর্বিন্যাসের প্রজ্ঞাপন জারির আগে গণশুনানি করা উচিত ছিল। এতে বোঝা যেত এলাকাবাসী রংপুর-৩ থেকে রংপুর-১ এ যেতে চায় কিনা। কিন্তু কোনো ধরনের পরামর্শ বা মতামত না নিয়েই মনগড়া সীমানা নির্ধারণ করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে কারা এরকম বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে, তা তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়ন বঞ্চনার শিকার হওয়া ৯ নম্বর ওয়ার্ডকে দ্রুত রংপুর-৩ আসনে ফিরিয়ে না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।