লালমনিরহাটে দুর্ধর্ষ ছিনতাইকারী মাসুদ রানা (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী এলাকার গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল খালেকের ছেলে।
ডিবি পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের জামুরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন সুলতানা স্থানীয় একটি ব্যাংক থেকে ২৮ হাজার ২০০ টাকা উত্তোলন করে অটোবাইকে করে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাসুদ একটি মোটরসাইকেলে হেলমেট পরে তাদের পিছু নেয়। পথিমধ্যে চলন্ত অটোবাইক থামিয়ে জোরপূর্বক টাকার ব্যাগ ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
দীর্ঘদিন ধরে মাসুদ মোটরসাইকেলে হেলমেট পড়ে আদিতমারী-সাপ্টীবাড়ী মহাসড়কে যাতায়াতকারী নারী যাত্রীদের ভ্যানিটি ব্যাগ, গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিচ্ছিল। সম্প্রতি কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জলী রানীর কাছ থেকেও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ বাঁচাতে গিয়ে তিনি অটো থেকে পড়ে গুরুতর আহত হন। একইভাবে কমলাবাড়ী বটতলা এলাকার মাওলানা জামাল উদ্দিনের ছেলের স্ত্রী শাকিলা নামের এক গৃহবধূর কাছ থেকেও ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় মাসুদ। ওই গৃহবধূও অটো থেকে পড়ে আহত হন।
পরে নাসরিন সুলতানা অভিযুক্তকে খুঁজে না পেয়ে বুধবার নিজে বাদী হয়ে আদিতমারী থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। মামলা নং-০৪/২৬৬, তারিখ ০৩/০৯/২০২৫। মামলার পর জেলা গোয়েন্দা শাখার একটি দল প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মহেন্দ্রনগর এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যমতে, বাড়ি থেকে হেলমেট, বিভিন্ন সময় ব্যবহৃত পোশাক, হাতঘড়ি এবং ছিনতাইকৃত টাকার ব্যাগসহ নাসরিনের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নারীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার কথা মাসুদ স্বীকার করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, মাসুদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে হেলমেট পড়ে বিভিন্ন স্থানে অটোবাইকের নারী যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিল।