লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিচালিত অভিযানে মোট ১৩৭ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—চোরাকারবারীরা কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করবে। সকাল ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক ও পিছনে বসা যাত্রী (যিনি রোগী সেজেছিলেন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তেলের ট্যাংক ও অন্যান্য অংশ থেকে ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার ৮০০ টাকা এবং জব্দ মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট জব্দ মালামালের মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে।