জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের আশঙ্কা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুমিন ফারহানা বলছেন, আওয়ামী লীগ ফিরলে তা জামায়াতের হাত ধরেও সম্ভব।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আপনি কীভাবে গ্যারান্টি দেন যে জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরবে না? আমরা তো দেখেছি, তৃণমূলের অনেকে প্রাণ বাঁচাতে, সম্পদ বাঁচাতে, সংসার বাঁচাতে জামায়াতে গিয়ে ভরসা নিয়েছে। এ জামায়াতে ইসলামী তো প্রথম থেকেই আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করেছিল। তাহলে শুধু জাতীয় পার্টির দিকেই কেন তাকাচ্ছেন?”
রুমিন ফারহানা অভিযোগ করেন, জামায়াত এখন রঙ বদলানো রাজনীতির চর্চা করছে। তার ভাষায়, “জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে বেরোনো নতুন বাচ্চার মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা। আগে ছিল আওয়ামী লীগ, এখন শিবিরের প্রার্থী। আপনারা দেখছেন না? তো কে কাকে ভর করে ফিরবে সেটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তারাই জানে, বাইরে থেকে কেউ এটার গ্যারান্টি দিতে পারবে না।”