জোটবদ্ধ নির্বাচন হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় নতুন পরিবর্তন আনা হয়েছে। এবার পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনী এবং কোস্টগার্ডও নির্বাচনী দায়িত্বে থাকবে।
হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কমিশনার বলেন, “এমনকি নির্বাচিত হওয়ার পর দোষ প্রমাণিত হলে সংসদ সদস্য পদও বাতিল হতে পারে।”
তিনি আরও বলেন, একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে ‘না’ ভোটের সুযোগ থাকবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। পাশাপাশি ফলাফল বাতিলের ক্ষমতা পুনরায় নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে আনা হয়েছে।
ইভিএম প্রসঙ্গে তিনি জানান, এবারের নির্বাচনে ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। পোস্টাল ব্যালট হবে প্রতীকের ব্যালটে। আর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।