মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মোতায়েনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার


প্রকাশ :

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব, আনসার, এবিপিএনসহ সব বাহিনীকে কাজে লাগানো হবে। আনসারের ভূমিকাই সবচেয়ে বেশি। আগে প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার থাকলেও এবার একজন বাড়িয়ে প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। পুলিশ থাকবে সর্বনিম্ন ২ জন, কোথাও কোথাও ৩ জন। সেনাবাহিনী থাকবে মোবাইল টিমে।

অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত চার হাজারের বেশি পুলিশ প্রশিক্ষণ শেষ করেছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে, শিগগিরই আরেকটি ব্যাচ প্রশিক্ষণে যাবে। নির্বাচনের আগে অন্যান্য বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে।

থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উদ্ধার প্রচেষ্টা চলছে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। যাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার হবে, তাদের পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।