রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ এবং পল্টন এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ১৫ মিনিট টানটান উত্তেজনার পর গণঅধিকার পরিষদের নেতারা কর্মীদের সরিয়ে নেন। এর কিছুক্ষণ পরই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কার্যালয়ের পেছন দিক দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে সামনে থেকে ভাঙচুর চালিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। চেয়ার-টেবিল বের করে বাইরেও অগ্নিসংযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। পাশাপাশি পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চলে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত কার্যালয়ের আশপাশে চরম বিশৃঙ্খলা বিরাজ করে।
এর আগে বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটির নেতা-কর্মীরা। মিছিলটি প্রেসক্লাব, মৎস্যভবন, কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার বিজয়নগরে গিয়ে শেষ হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।