রংপুরে আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে লিংকন(৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তারাগঞ্জ উপজেলার বামনদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ছুট মেনানগর হাজীপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে বাচ্চুর ছেলে। রাষ্ট্রের ক্ষতিকরকার্য থেকে বিরতরাখারউদ্দেশ্যে আটকাদেশ মূলে লিংকনকে গ্রেফতারকওে বিধি মোতাবেক জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ফারুক।
তিনি বলেন, গণঅভ্যূত্থানে ছাত্র-জনতার উপর হামলা, হত্যাকান্ডের মামলায় আসামীদের গ্রেফতাওে পুলিশের অভিযান চলছে। এছাড়া রাষ্ট্রেরজন্য ক্ষতিকর কার্যের সাথে জড়িত হতে পারে, এমন ব্যক্তিদের আটকাদেশ মূলে গ্রেফতার করা হচ্ছে।