বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। দেশের কারাগার ব্যবস্থা শুধু শাস্তি প্রদানের কেন্দ্র নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের দিকে আরও মনোযোগী করার উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে।
ঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, “কারাগারকেন্দ্রিক সংশোধনের গুরুত্ব আরও স্পষ্ট করতে আমরা বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করছি। এর মাধ্যমে আমরা আধুনিক ও যুগোপযোগী পরিচয় দিতে চাই।”
তিনি আরও জানান, বন্দিদের ধারণক্ষমতা বৃদ্ধি ও স্থান সংকুলানের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি পৃথক কারা বিভাগ গঠন করা হয়েছে।
এছাড়া, কারা অধিদপ্তর সংশ্লিষ্ট আইন ও নীতিমালা যুগোপযোগী করতে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করেছে।
আইজি প্রিজন জানান, এই পরিবর্তনের মাধ্যমে কারাগার ব্যবস্থা আরও মানবিক, কার্যকর ও পুনর্বাসনমুখী হয়ে উঠবে।