কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, ন্যাশনাল কো-অর্ডিনেশন বডির এক গুরুত্বপূর্ণ সভা গত ২৩ আগস্ট রাজধানীর সেগুনবাগিচাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক হিউম্যানিস্ট বডির বাংলাদেশ প্রতিনিধি এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারির সভাপতিত্বে এ সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম জসিম, নির্বাহী কমিটির সমন্বয়ক আইয়ুব আনসারী, উপ-সমন্বয়ক সেলিম রেজা, শামসুল হক বসুনিয়া, গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু, মীর জহিরুল ইসলাম ও মারুফ উল আলম।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২ অক্টোবর বিশ্ব অহিংসা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষে কক্সবাজার হিউম্যানিস্ট স্কুল ও এর সংলগ্ন এলাকায় মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি, গাছ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া বাংলাদেশে হিউম্যানিস্ট মুভমেন্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য বাংলা কো-অর্ডিনেশন বডির নির্বাহী কমিটির সমন্বয়ক আইয়ুব আনসারীকে সম্পাদকীয় দায়িত্ব দেওয়া হয়েছে। অক্টোবর মাসের মধ্যে প্রকাশনাটি প্রকাশের লক্ষ্যে লেখা আহ্বান করা হয়েছে।
ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভার মূল প্রতিপাদ্য হিসেবে উচ্চারিত হয়—“সকলের জন্য শান্তি, শক্তি ও আনন্দ।”