মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গ্যাস লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৯ জন দগ্ধ


প্রকাশ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধা রয়েছেন। গুরুতর দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), তানজিলের ভগ্নিপতি হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) এবং এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন। এছাড়া আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) ও দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। তাদের মা-ও একই বাসায় থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ গেছে। সেখান থেকে লিক হওয়া গ্যাস ভোরে ঘরে জমে যায়। হঠাৎ চুলা জ্বালানোর সময় আগুন ধরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সবাই দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, নয়জন রোগীকে ভর্তি করা হয়েছে। একজন সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।