মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গাইবান্ধায় বকেয়া বিল চাওয়ায় চা-দোকানিকে গুলি, আহত দুই


প্রকাশ :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নাশতার বিলসহ পূর্বের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা-দোকানিকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে দোকান মালিকের ছেলে ও তাঁর ভাবি আহত হয়েছেন। বুধবার সকালে ইদিলপুর ইউনিয়নের নাপিতের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চকদাড়িয়া গ্রামের গোলাপ প্রামাণিক (৩১) নামের এক ব্যক্তি সকালে সিদ্দিক আকন্দের দোকানে নাশতা খান। খাবারের বিল চাওয়ায় তিনি টাকা দিতে অস্বীকার করে দোকানদারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানদারকে ধাক্কা দিয়ে গোলাপ ঘটনাস্থল ত্যাগ করেন।

কিছুক্ষণ পর গোলাপ নিজ বাড়ি থেকে পিস্তল নিয়ে এসে সিদ্দিক আকন্দের ছেলে ওয়াসিম আকন্দকে (১৮) লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি ওয়াসিমের বাঁ পায়ের ঊরুতে লাগে। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে গোলাপের গুলিতে তাঁর ভাবি সেলিনা বেগমও আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেলিনা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও ওয়াসিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ওয়াসিম জানান, গোলাপ প্রামাণিক নিয়মিত দোকানে খেয়ে টাকা না দিয়ে চলে যান এবং টাকা চাইলে ভয়ভীতি দেখান। আজ টাকা চাওয়ায় তিনি গুলি করেন।

ওয়াসিমের বাবা সিদ্দিক আকন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গরিব মানুষ। চায়ের দোকান দিয়েই সংসার চালাই। বিনা কারণে আমার ছেলেকে গুলি করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এলাকাবাসীর দাবি, গোলাপ প্রামাণিক রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাঁর নামে একাধিক মামলা রয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আসিফ বলেন, গুলিবিদ্ধ স্থানে পুড়ে যাওয়ার মতো দাগ রয়েছে। তবে আহত ওয়াসিম বর্তমানে শঙ্কামুক্ত এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে ধরতে অভিযান চলছে। অস্ত্রের ধরণ ও তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।