মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হাতীবান্ধা জমির আইল নিয়ে ভাতিজার হাতে চাচা খুন, আটক -৩


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়  জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যেতে জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা(৬৫) খুন হয়েছেন।  শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার  সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।তবে এব্যপারে প্রাথমিক ভাবে তিন জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন,বছির উদ্দিন, সাহিদা বেগম ও সুবর্না বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। যা নিয়ে চাচা ভাতিজার মাঝে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আপোষ করে দেন। 

শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আইল ভেঙে দেয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়।এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচাকে আবু সামাকে দা দিয়ে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে। 

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রন করে মৃত আবু সামা'র লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, রক্তক্ষরনের কারনে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে আমিসহ আমার অফিসার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। আমরা প্রাথমিক ভাবে তিন জনকে জিজ্ঞেসার জন্য  আটক করে থানা নিয়ে এসেছি।