প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারির ফলে কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে না। ফেসবুক পোস্টে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষায় এ পদক্ষেপ জরুরি ছিল।
তিনি দাবি করেন, জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল। অতীতে জার্মানি, ইতালি, স্পেন ও বেলজিয়ামের মতো দেশেও এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
শফিকুল আলম বলেন, এমন দলে সমর্থন দেবে—এমন কাউকে গণতান্ত্রিক বিশ্বে খুঁজে পাওয়া যাবে না।