মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তের ৮৯৪ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাসিবুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিংগীমারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাসিবুল ইসলাম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন হাসিবুল। একপর্যায়ে বিএসএফের একটি টহলদল কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং কোনো কারণ ছাড়াই কাছ থেকে গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয় এবং টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় তাকে ভারতীয় একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ভারত থেকে পাওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, অক্সিজেন মাস্ক লাগানো হাসিবুলের মুখমণ্ডলের একাংশ রক্তাক্ত।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি নাগরিককে গুলি করার ঘটনায় বিজিবির আহ্বানে বিকেল ৫টায় সীমান্তে পতাকা বৈঠকে বসে বিএসএফ। বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, “গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যেকোনো আপডেট পাওয়া গেলে জানানো হবে।”

মরদেহ ফেরত-এর বিষয়ে বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।