বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা। মহানগর সার্বজনীন পূজা কমিটির এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। তাঁর বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।”
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে পরিবেশিত হয় লোকগান, নৃত্য এবং বৈশাখী উৎসবের নানা আয়োজন, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।