বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ


প্রকাশ :

রংপুরের বদরগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত লাবলু মিয়ার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও বিএনপি নেতা কর্মীরা।লাবলু মিয়ার খুনের সাথে জড়িত থাকার সন্দেহে হৃদয় নামে এক যুবককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শত শত মানুষ উপস্থিত হয়ে প্রশাসনের উদ্দেশ্যে নানা শ্লোগান দিতে থাকেন। এর পর বিকেলে লাবলু মিয়ার লাশ দাফন করা হয়। সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে পপুলিশ হৃদয় (১৮) নামে এক জনকে আটক করেছে। সে পৌর শহরের চাঁদ কুঠির ডাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) একে এম আতিকুর রহমান।  

জানা যায়, দোকান ঘরভাড়াকে কেন্দ্র করে শনিবার সকালে উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের কর্মী-সমর্থকদের সাথে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক,কালু পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিকের কর্মী-সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাবলু মিয়া নিহত হন এবং সাংবাদিক সহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ ঘটনার পর থেকে বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। রবিবার বিক্ষুব্ধ এলাকা বাসী লাবলু মিয়া হত্যা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবী লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলাবিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক, বিএনপি নেতা আবুজার গেফারী মন্টু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাহেদা হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব সুমন প্রমুখ। 

এদিকে শনিবার সংঘর্ষের পর সন্ধ্যায় নাগের হাট বন্দর এলাকায় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিকের মোটর সাইকেল শো-রুমে হামলাসহ চারটি মোটর সাইকেল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় শো-রুম কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে। 

বদরগঞ্জ থানার ওসি একে এম আতিকুর রহমান বলেন, লাবলু মিয়ার খুনের সাথে জড়িত থাকার সন্দেহে হৃদয় নামে এক যুবককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে লাশ দাফন হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।