ব্যাংককে বিমসটেকের সভায় যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে বৈঠক করেছেন, তা সাংঘর্ষিক নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এ সময় তিনি বলেন, বেইজিংয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যটি ছিল চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার উদ্দেশ্যে। তিনি সেখানে বলেছেন, "আপনারা বাংলাদেশে আসলে শুধু এখানে ব্যবসা করার সুযোগ পাবেন না, বরং ভারতের ‘সেভেন সিস্টার্স’ বা সাতটি রাজ্যেও পণ্য পাঠাতে কিংবা ব্যবসা করতে পারবেন।" এই সুবিধার কথাই তিনি বোঝাতে চেয়েছেন।
তিনি আরও বলেন, "এটা ভারতের সাথে তার সফরের সমালোচনা বা তাকে ছোট, হেয় করা কিংবা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বোঝানোর উদ্দেশ্যে বলা হয়নি।"
শনিবার বিকেলে (৫ এপ্রিল) পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক প্রয়াত এরশাদ হোসেন সাজুর স্মরণসভায় যোগ দিতে এসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প, বুড়িমারী স্থলবন্দর ও পাটগ্রামের পাটেশ্বরী মন্দির পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন।
বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত। অন্য দেশে কী হচ্ছে, সে দায় বা প্রতিশোধ সংখ্যালঘুদের উপর নেওয়া যাবে না।"
দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে প্রয়াত এরশাদ হোসেন সাজুর কবর জিয়ারত করে তিনি বিকেল সাড়ে ৫টায় এরশাদ হোসেন সাজু ট্রাস্টের আয়োজনে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত সাজুর ছেলে, ওই ট্রাস্টের চেয়ারম্যান এবং এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রায়ান আশয়ারী রছী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।