বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জামুকা’র ঘোষণার তিন মাস পর মাত্র ১২ জন অমুক্তিযোদ্ধার নাম প্রত্যাহারের আবেদন


প্রকাশ :

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) -এর ঘোষণার তিন মাস পরে মাত্র ১২ জন অমুক্তিযোদ্ধা তাদের নাম প্রত্যাহারের জন্য মন্ত্রনালয়ে আবেদন করেছে। বর্তমানে ভাতা প্রাপ্তদের মধ্যে এক লক্ষ বিশ হাজারের অধিক অমুক্তিযোদ্ধা রয়েছে। এদেরকে খুজে বের করতে হবে। সশস্ত্র মুক্তিযুদ্ধ না করে যে সকল অমুক্তিযোদ্ধা নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেয়, এদেরকে চিহ্নিত করুন, ঘৃণা করুন, সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলুন। সাথে সাথে জিজ্ঞাসা করুন, তুমি কোথায় প্রশিক্ষণ নিয়েছো? কোথায় সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছো ? সশস্ত্র মুক্তিযুদ্ধে তুমি কি কি অস্ত্র-শস্ত্র, গোলাবারুদ, মাইন, বিস্ফরক দ্রব্য গ্রেনেটসহ ব্যবহার করেছো? যুদ্ধক্ষেত্রে কোন এলাকায় অবস্থান করে কোন রণাঙ্গনে পাকিস্তান নরপশু হানাদার বাহিনীর ও তাদের এদেশীয় দোষর রাজাকার, আলবদর, আল-শামস এর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছো? যদি সঠিক উত্তর দিতে না পারে। তবে গালবাতাসা (চর-থাপ্পর) দিয়ে সভা থেকে ওকে বের করে দিন। সে একটা প্রতারক।

এই প্রতারকদের অনেকেই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই-কালীন সময়ে  বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক দুর্বৃত্ত, মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব, জামুকার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর ও সদস্যদের সহায়তায় দলীয়করণ, আত্মীয়করন,  ঘুষ বাণিজ্য, দুর্নীতি, ও জালিয়াতি, জাল কাগজপত্র তৈরীর মাধ্যমে, এমনকি আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধা গেজেট ভুক্ত হয়েছে। 

এরা ব্যাংক থেকে প্রতি মাসে রাষ্ট্রের ২০ হাজার টাকা উত্তোলন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছে। এ সকল অমুক্তিযোদ্ধা আপনার আমার আশে-পাশে ঘোরাফেরা করছে। এদেরকে চিহ্নিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের দপ্তর, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সৎ, নিষ্ঠাবান সাংবাদিকদের  ও জাতীয় এবং স্থানীয় পত্র-পত্রিকা, অনলাইন  মিডিয়া অভিযোগ পেশ করুন। এই প্রতারকেরা আপনার, আমার অর্থ আত্মসাৎ করছে। তাই এ সকল অমুক্তিযোদ্ধা কে চিহ্নিত করে, আইনের কাছে সোপর্দ করা আপনার,আমার পবিত্র দায়িত্ব।