রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষ্যে ২৬শে মার্চ প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোঃ আবু সাইম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।