বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে -রংপুরে জিএম কাদের


প্রকাশ :

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,শেখ হাসিনার শাসনামলের মতো বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে ফ্যাসিবাদী কায়দায় আগামী নির্বাচনের পাঁয়তারা চলছে।যা কখনোই গ্রহণযোগ্য হবে না। “দেশের পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করে দেয়া হয়েছে, যার ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে দুই দিনের সফরে রংপুরে এসে নগরীর সেনপাড়ায় তার বাসভবন দ্য স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ।

জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে যারা আছেন মাস্টার মাইন্ড- তাদের রাজনীতি সম্পর্কে অপরিপক্বতা আছে। এখন যা চলছে তা ভালো লক্ষণ নয়। কোনও ইনস্টিটিউশনকে নষ্ট করা খারাপ কাজ- যেটা পুলিশ বাহিনীর বেলায় হয়েছে। একই কাজ সেনাবাহিনীকে নিয়ে করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনোভাবেই ভালো কাজ নয়।’ এখন নতুন করে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।“রাজনীতির আগে দেশের নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা জরুরি। এজন্য সবাইকে আন্তরিক হতে হবে।

আওয়ামীলীগ নিষিদ্ধের প্রসঙ্গে জিম কাদের বলেন, "আওয়ামী লীগ একটি দল। দলের ভিতরে যারা বাস করছেন তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ির ন্যায়। সেই গাড়ির ভেতরে থাকা ড্রাইভার খারাপ হতে পারে। কিন্তু গাড়িটি খারাপ না। কাজেই এই বিষয়গুলো বুঝতে হবে। এগুলো না বুঝে দেশের বিশাল একটি জনসংখ্যাকে বাইরের রেখে ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক না। তাই দলটিকে নিষিদ্ধ করা ঠিক হবেনা না বলেও জানান জাপা চেয়ারম্যান।" হাসিনা ফ্যাসিবাদী আমরা দেখেছি। সে জোর করে অর্ধেক লোককে বাদ দিযে় ইলেকশন করবে। জোর করে আমাদের নিযে় আসবে, আবার কাউকে জোর করে বাদ দেবে। এনারা জোর করে আমাদের বাদ দিয়ে ইলেকশন করবে। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সামনের দিকে দেশ আরও সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।

সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদ গ্রস্থ হতে পারে। এটা বললাম কেন, এটা বলাতে তারা ক্ষতি গ্রস্থ হয়েছে- এটা মনে করেছে তারা। এজন্য আমার এগেইনস্টে দুর্নীতির মামলা দিয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন “আমেরিকা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে। এখন সরকার যদি প্রমাণ করতে না পারে যে, দেশে জঙ্গিবাদের উত্থান নেই, তাহলে সামনে বড় সংকট আসতে পারে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভাবে দেশে মৌলবাদের উত্থান ঘটছে। মব জাস্টিস হচ্ছে অথচ এসব তা দমনে বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে। ফলে আগামীতে এসব কারণে দেশের জনগণ চরম বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। “বাংলাদেশ একটি ভয়াবহ দুর্যোগময় পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। জনগণের আস্থার জায়গা পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগ অপব্যবহিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো আর সহজ হবে না।”

 জিএম কাদের অভিযোগ করে বলেন, “নব্য ফ্যাসিবাদীরা দুর্নীতির অভিযোগ তুলে অতীতে শেখ হাসিনার মত তার ইমেজ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বিগত সময়ে সকল বাহিনী চেষ্টা করেও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি তার বিরুদ্ধে অথচ এখন নতুন করে দলীয় মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলা হচ্ছে।যা কণ্ঠরোধের অপচেষ্টা বলেও মনে করেন । তারা আমাকে দুর্নীতির মামলা দিয়ে সারাদিন-রাত টেলিভিশনে দেখিয়েছে যে. বিদেশে বাড়ি আছে, বের কর যাও। এর অর্থ হলো আমিই খারাপ লোক এটা প্রমাণ করে ইমেজ নষ্ট করে যাতে সামনের দিকে মানুষ আমার কথা বিশ্বাস না করে। এমনিতেই তারা আমাদের দোসর বলছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, সাংবিধানিক অধিকার অনুযায়ী ইফতার মাহফিল করতে গেলেও জাতীয় পার্টিকে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক চর্চা। শেষে ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময়  জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম সহ  রংপুরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।