লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে গুলিসহ অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী।
আটককৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই থানার বাংঙ্গালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল ইসলাম (২৮), ছোট সাকরাইল এলাকার সরেদব হালদারের ছেলে লিটন হালদার (২৭) ও মানিকগঞ্জ জেলার শিবালয় থানার খালিশা এলাকার আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া (৩৫)।
পুলিশ জানায়, অস্ত্র-গুলি ও মাদকসহ তিন ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে মাইক্রোবাসে আসছিলেন। তারা কুলাঘাট-বড়বাড়ী সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদকদ্রব্য নিয়েছেন সেব্যাপারে এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।