রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নংগেটে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আলামত জব্দের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আলামত জব্দের জন্য ট্রাইব্যুনালে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন মেট্রোপলিটন তাজহাট আমলী আদালতে আবেদন করেন। তার পক্ষে শুনানী করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম। শুনানী শেষে আদালতের বিচারক রাশেদ হোসাইন আলামত জব্দের অনুমিত দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবি রোকনুজ্জামান।
প্যানেল আইনজীবি রোকনুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম আদালতের কাছে পুলিশ ও আবু সাঈদের বড় ভাই রমজান আলীর দায়ের করা দুটি মামলার নথিপত্র, আবু সাঈদের হত্যাকান্ডের ছবি, রক্তমাখা শার্ট, গেঞ্জি, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ সকল আলামত জব্দের জন্য অনুমতি চান। আদালত শুনানী শেষে জব্দের অনুমতি প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র আবু সাঈদ। ১৭ জুলাই তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়। এরপর গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা করেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। পরে সম্পূরক এজাহারে আরও ৭ জনের নাম অন্তর্ভূক্ত করার আবেদন করেন তিনি। মামলা দুটি তদন্ত করছিল পিবিআইয়ের এসপি এবিএম জাকির হোসেন।