বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’, যা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
দিবসটি উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, রেড ক্রিসেন্ট সোসাইটি, গার্লস গাইড লালমনিরহাটের সদস্য, স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মহড়ায় ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক প্রদর্শনী, গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের কলাকৌশল এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা: আব্দুল হাকিম, সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।