লালমনিরহাটের আদিতমারীতে নাবিলা বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ভাতিজি খাদিজাতুল কোবরা (২৬) চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাচা রমজান আলী (৪৫) এর সঙ্গে লালমনিরহাট যাচ্ছিলেন। নিহতরা জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য চাচা-ভাতিজি মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে লালমনিরহাট যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আদিতমারীর স্বর্ণামতি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির নাবিলা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাতিজি খাদিজা।
পরে স্বর্ণামতি ব্রিজ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা মহাসড়ক এক ঘণ্টাব্যাপী অবরোধ করে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতদের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, "ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগীরা পালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। তিনি বলেন, "এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কে স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।