বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরের গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩শ জনের নামে মামলা


প্রকাশ :

রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদের কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ ৩শ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় হিজবুত তাওহীদের ৫০ জন কর্মী একটি গোপন বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষের সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিত জনতা হিজবুত তাওহীদের কর্মী মুসলিম, জিল্লাল, আব্দুল কুদ্দুছ শামীম ও তসলিমের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে আমিরুল ইসলাম ও আবুল কালামের বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। যাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের অভিযানে লালমনিরহাট, নড়াইল ও রংপুর সহ বিভিন্ন জেলার সাত জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া ১৪টিসহ মোট ১৯টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় মসজিদের ঈমাম মিজানুর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ৩শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

রংপুরের পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সংঘর্ষের ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখ সহ ৩শ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।  পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।