বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুর থেকে সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেফতার


প্রকাশ :

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি সংলগ্ন নিজ ছোট ভাই ওহায়েদুজ্জামান কনকের বাসা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শিবলী কায়সার বলেন, নগরীর পোস্ট অফিস গলি এলাকার তার ছোট ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এবং তদন্তের প্রয়োজন হলে আদালতে তাকে রিমান্ড চাওয়া হবে।গ্রেফতারের পর তাকে মহানগর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। 

জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

গত ৪ আগস্ট বেলা সাড়ে ১০টার দিকে মাহামুদুল হাসান মুন্না তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার বাড়ি থেকে যাওয়ার সময় পথিমধ্যে রংপুর শহরের মিনি সুপার মার্কেটের পাশে ভাঙ্গা মসজিদের সামনে পৌঁছালে মুন্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী মনে করে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন মুন্না। এসময় অজ্ঞাতনামা দোকানদাররা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ।

এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

অপরদিকে লালমনিরহাট জেলাতে ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।