মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স বোগদাদী ট্রেডার্স-এর ছবি প্রকাশের প্রতিবাদ


প্রকাশ :

আমি মোঃ রফিকুল ইসলাম, প্রোপ্রাইটর মেসার্স বোগদাদী ট্রেডার্স, বিসিআইসি সার ডিলার, মোগলহাট ইউনিয়ন, দুরাকুটি বাজার, সদর, লালমনিরহাট। আমি গত ৩০/০৯/২০২৫ইং তারিখে আনুমানিক রাত ১০টার পর জনৈক মাসুদ রানা রাশেদ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে “লালমনিরহাটে পাচারের সময় ১৯৩ বস্তা সার জব্দ” শিরোনামে দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকায় একটি অনলাইন নিউজ দেখি, যেখানে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গত মাসে সদর উপজেলা কৃষি অফিসার মহোদয়ের আমার দোকান মনিটরিং কার্যক্রমের একটি ছবি সংযুক্ত করা হয় এবং উক্ত নিউজ অনলাইন দৈনিক আমাদের প্রতিদিন ও সাপ্তাহিক আলোর মনি অনলাইন ভার্সনে দেওয়া হয়।

এখানে উল্লেখ্য যে ১৯৩ বস্তা সার জব্দের ঘটনাটি জনৈক মাসুদ রানা রাশেদের ফেসবুক পেজের বর্ণনা মতে গত শুক্রবার ২৬শে সেপ্টেম্বর সদর উপজেলা কুলাঘাট বিজিবি চেকপোস্টে লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদের হস্তক্ষেপে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহযোগিতায় পাচারের সময় জব্দ করা হয়। জব্দকৃত সার বিজিবি বিশেষ ক্যাম্প কুলাঘাটে সংরক্ষণ করা হয়।

এই ঘটনার সাথে আমি এবং আমার প্রতিষ্ঠান জড়িত না থাকা সত্ত্বেও উক্ত খবরের সাথে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছবি সংযুক্ত করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যা আমার জন্য ব্যবসায়িকভাবে মানহানিকর ও হয়রানিমূলক বলে মনে করি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মোঃ রফিকুল ইসলাম

প্রোঃ মেসার্স বোগদাদী ট্রেডার্স

দুরাকুটি, সদর, লালমনিরহাট