বলিউড বাদশাহ শাহরুখ খান ৬০ বছরে পা দিয়েছেন ২ নভেম্বর। সেই দিনটিতে ভারতের নানা প্রান্ত থেকে শুভেচ্ছায় ভেসেছেন তিনি। রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া থেকে সাধারণ ভক্ত—সবাই যেন একসুরে বলেছে, শুভ জন্মদিন কিং খান। শুভেচ্ছার এই দীর্ঘ তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
জন্মদিনের দিন ‘এক্স’-এ (সাবেক টুইটার) শাহরুখকে উদ্দেশ্য করে মমতা লেখেন, “আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয়জীবন আরও বিস্তৃত হোক।”
‘দিদি’র এই স্নেহভরা বার্তা নজর এড়ায়নি শাহরুখের। পরদিন তিনি উত্তর দেন, “মমতা দিদি, শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা জানাই। খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি।”
শাহরুখের এই মন্তব্যে উচ্ছ্বসিত ভক্তরা এখন দিন গুনছেন তাঁর কলকাতা আগমনের।
একসময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে নিয়মিত দেখা যেত শাহরুখ খানকে। টানা কয়েক বছর ধরে নানা ব্যস্ততায় তিনি অংশ নিতে পারেননি। এবার তাঁর সেই ফেরা ঘিরেই উচ্ছ্বাস বাড়ছে টলিউড থেকে শুরু করে ভক্তদের মনে।