কলকাতার টালিউড অভিনেত্রী রূপা দত্ত আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। স্বর্ণের গয়না চুরির অভিযোগে তাকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রেবন রোড এলাকা থেকে আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অন্তর্গত আদি বাঁশতলা লেনের একটি দোকানে এক নারী ক্রেতার ব্যাগ থেকে প্রায় ৬৩ গ্রামের স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিনেত্রী রূপা দত্তকে শনাক্ত করে।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬২.৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ অস্বীকার করলেও, পুলিশ ওই গয়না চুরির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) আদালতে হাজির করা হলে রূপা দত্ত জানান, বহুদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে এবং আর্থিক সংকটের কারণে নানা সমস্যার মধ্যে রয়েছেন।
রূপা দত্তের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ রয়েছে। ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার কাছ থেকে বেশ কয়েকটি মানিব্যাগ ও ৭৫ হাজার টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছিল।
এক সময় টালিউড ও হিন্দি সিরিয়ালে নিয়মিত মুখ ছিলেন রূপা দত্ত। ২০২০ সালে তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ তুলে খবরের শিরোনামেও এসেছিলেন।