মডেলিং, সিনেমা ও নাটক সব ক্ষেত্রেই সুনেরাহ বিনতে কামালের বিচরণ। সম্প্রতি তিনি ছোটপর্দায় কাজ করেছেন, ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ নামের দুটি নাটকের শুটিং শেষ করেছেন। বর্তমান কাজের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী কথা বলেছেন ‘বিনোদন প্রতিদিন’-এর সাথে।অভিনয়ের অভিজ্ঞতা ছোটপর্দায় কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো।
মাবরুর রশীদ বান্নাহ একদিন জানতে চাইলেন নাটকে কাজ করব কি-না। পরে স্ক্রিপ্ট দেখি, ভালো লাগা থেকে কাজটি করে ফেললাম। টিম, সহকর্মীরা খুব ভালো ছিল। তারা সবাই সিরিয়াস ছিল কাজটি নিয়ে। প্রথম দিন কিছুটা আড়ষ্টতা ছিল। নাটকে তো আগে কাজ করিনি। বুঝতে সময় লেগেছে। আস্তে আস্তে ভালো লাগা শুরু।প্রথম কাজটি শেষ হওয়ার পর আগ্রহ আরো বেড়ে গেল। আরেকটি কাজ করলাম। দুটো নাটকই রোমান্টিক ঘরানার। একটি 'তুমি আমি, আমি তুমি', অন্যটি 'ছুঁয়ে দেখা স্পন্দন'। কাজে থাকতে ভালো লাগে।
সিনেমার বনাম নাটক
নাটকের গল্প ভালো লেগেছে বলে কাজ করেছি। অভিনয় করার ইচ্ছে করছিল। এতে করে অভিনয়ের অনুশীলন হয়েছে। খেয়াল করে দেখেছি দর্শক আমাকে পর্দায় দেখতে চায়। সব মিলিয়ে নাটকে কাজ করলাম।
সহশিল্পী হিসেবে আরশ খান
আমি নাটকের ইন্ডাস্ট্রি চিনি না। কয়েক বছর আগে আবরার আতহারের সঙ্গে কাজ করতে গিয়ে আরশের সঙ্গে পরিচয়। কাজ করতে এসে দেখলাম সে ভদ্র। অন্যকে সম্মান দিতে জানে।বর্তমান ব্যস্ততাএকটি সিনেমার কাজ শিগগির শুরু হওয়ার কথা আছে। ওটিটিতে ভালো গল্পের অপেক্ষায় আছি। সঙ্গে ভালো নির্মাতা হলে অবশ্যই করব। দেশের বাইরের একটি ওটিটির কাজের কথা ছিল। মনে হয়েছে এই মুহূর্তে কাজটি করা ঠিক হবে না। তাই করা হয়নি। নাটকের ক্ষেত্রেও একই। নিয়মিত কাজ হয়তো করা হবে না, কিন্তু ভালো গল্প ও নির্মাতা মিললে কাজ করব।
সিনেমা 'অন্তর্জাল'
বেশ ভালো সাড়া পেয়েছি। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রশংসা করেছেন। নাটকের সেটে অনেক ছেলেমেয়ে এসেছিল। তারাও বলছিল অন্তর্জাল ভালো লেগেছে।
সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড ভালো উদ্যোগ। বিভিন্ন কারণে সিনেমা আটকে থাকত। সিনেমা নির্মাণ করা হয় দর্শককে দেখানোর জন্য। সে কাজটি এবার সহজ হবে আশা করি।