শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মামদানিকে সমর্থনকারীদের ‘স্টুপিড’ বললেন ট্রাম্প


প্রকাশ :

মামদানিকে সমর্থনকারী ইহুদিদের ‘স্টুপিড’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ট্রাম্প লিখেছেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ভোট দিয়েছেন, তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী মনোভাব পোষণ করছেন। তার দাবি, এই পদক্ষেপ শেষ পর্যন্ত আমেরিকান ইহুদিদেরই ক্ষতি করবে।

এর আগে ট্রাম্প ডেমোক্র্যাট অ্যান্ড্রু কুওমোকে সমর্থন জানান এবং প্রকাশ্যে হুমকি দেন, মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেবেন।

উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন। তিনি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। গণতান্ত্রিক সমাজতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে এই জয় নিশ্চিত করেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন—যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ। ভোটগ্রহণ হয় স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট দেন মামদানি। জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি, সাশ্রয়ী আবাসন ও নাগরিক সেবার উন্নয়নের অঙ্গীকারে তরুণসহ বিভিন্ন বয়সী ভোটারের মধ্যে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিম প্রার্থীর নিউইয়র্কের মতো শহরে মেয়র নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা।