শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে অন্তত ৫৮ জনের মৃত্যু


প্রকাশ :

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি। প্রবল বৃষ্টিপাত ও বন্যায় বহু এলাকা তলিয়ে গেছে, এতে অন্তত ৫৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক লাখ মানুষকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

সরকারি কর্মকর্তারা জানান, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়টি বুধবার পর্যন্ত তাণ্ডব চালায়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কালমেগির প্রভাবে সেবু দ্বীপের সব শহর প্লাবিত হয়েছে। সেখানকার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেজান্দ্রো জানান, শুধু সেবুতে ২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে, যাদের বেশিরভাগই ডুবে মারা গেছেন।

প্রায় চার লাখ মানুষকে ঝড়ের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সেবুর তথ্য কর্মকর্তা রন রামোস। আবহাওয়া বিশেষজ্ঞ চারম্যান ভারিলা জানান, ঝড়ের আগের ২৪ ঘণ্টায় সেবু এলাকায় ১৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে—যা ওই অঞ্চলের মাসিক গড়ের চেয়ে অনেক বেশি।

প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো এক ফেসবুক পোস্টে লিখেছেন, “পরিস্থিতি নজিরবিহীন। আমরা ভেবেছিলাম বাতাসই বিপদ ডেকে আনবে, কিন্তু আসল বিপদটা এসেছে পানির কারণে।”

স্থানীয় বাসিন্দা ডন ডেল রোসারিও বলেন, “রাতভর আমরা ভবনের ওপরের তলায় আশ্রয় নিয়েছিলাম। পানি এত দ্রুত উঠছিল যে ভোরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর আগে এমন ভয়াবহতা কখনো দেখিনি।”

উদ্ধারকর্মীরা এখনো বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। সেবুতে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে, লেইতে প্রদেশে পানিতে ডুবে এক বৃদ্ধ ও বোহলে গাছচাপা পড়ে একজন নিহত হয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড় এখন আরও শক্তিশালী ও অপ্রত্যাশিত হচ্ছে। উষ্ণ মহাসাগর টাইফুনকে দ্রুত তীব্র করে তুলছে এবং আর্দ্র বায়ুমণ্ডল ভারি বৃষ্টি বাড়িয়ে দিচ্ছে।

এদিকে, উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টার উত্তর মিন্দানাও অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। প্রবল ঝড়ের মধ্যে ত্রাণ পৌঁছাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে, তবে কেউ বেঁচে আছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে কালমেগি ফিলিপাইনের পশ্চিমাঞ্চলের ভিসায়ান দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে, দমকা হাওয়া পৌঁছাচ্ছে ১৮০ কিলোমিটার পর্যন্ত। দেশটিতে প্রতি বছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে, আর এবার কালমেগির মধ্য দিয়ে সেই সংখ্যা ইতোমধ্যেই পূর্ণ হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই আরও কয়েকটি ঝড় আসার আশঙ্কা রয়েছে।